বৃহস্পতিবার (৮ মে) সকালে দেরাদুন থেকে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে উড়োযানটি।
নিহতদের মধ্যে ৫ জনই নারী পর্যটক। তারা হলেন– মুম্বাইয়ের কালা সোনি (৬১), বিজয় রেড্ডি (৫৭), রুচি আগরওয়াল (৫৬)। উত্তর প্রদেশের রাধা আগরওয়াল (৭৯) এবং অন্ধ্র প্রদেশের ভেদবতী কুমারী (৪৮)। নিহত পাইলট গুজরাটের রবিন সিং (৬০)। একমাত্র জীবিত অন্ধ্র প্রদেশের ভাস্করকে (৫১) চিকিৎসা দেয়া হচ্ছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কের গঙ্গনানি এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ, এসডিআরএফ, অগ্নিনির্বাপণ, চিকিৎসা ও বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিকমাধ্যমে দুর্ঘটনার খবরটি শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন– যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।